ফলের যেমন বৃক্ষ থাকে, বোঁটায় ভরা মায়া  
নদীর তেমন কুল আছেগো, মেলে গাছের ছায়া
জীবন পারের কুলে কুলে যায় না কিছুই পাওয়া  
খর স্রোতে উজান ঠেলে  মায়ার জীবন বাওয়া ।  


ভাব সাগরে ভাসিয়ে তরী ভাবিস যখন সবাই আপন
কেউ কী বোঝে  সত্যি করে; হয় কী সুখের যাপন
গাড়ি বাড়ি টাকা কড়ি ; দিলি বহুমূল্য হরেক রতন
সুখ কিনতে মন বিকোলি ; পেলি কী সুখ মনের মতন।  


মন দ্যাখনা খুঁজে সত্যি করে; আছে কী কেউ পাশে
দেবে তোকে শান্তি চারা; লাগাবি মন বাগানে ভালোবেসে    
এ সংসারের বাঁকে বাঁকে অচেনা স্রোত; ভরে আছে ঘূর্ণি মায়া        
জল গিলে জান হারাবি আসা যাওয়ায়, মুছে যাবে তোর ছায়া।  


সোনারপুর
০৩.০৬.২০২০