মিহি সুতোয় ফাঁদ পেতেছে গণতন্ত্রের কারবারি  
এপাশ ওপাশ টোপে ভরা, ঠিক চেনাটা ঝকমারি  
আসল খুঁজে কাটল সময়, দোকান যেন মনিহারি
ধৈর্যের পাহাড় এখনো অটুট ! ধন্য মানুষ বলিহারি।


আনা থেকে টাকা হল, সের বদলে হল কেজি
দশক শতক সব গেলেও, রইল একই কারসাজি
নিত্য নূতন ফন্দি ফিকির, টোপের ফাঁদেই নির্বাচণ
অধিকার পেলে চতুস্পদে, বুঝতে পারত প্রহসন।


রথে মেলায় নাম কেওনে উন্নয়ন ঘুরছে নাগর দোলায়
আহা গণতন্ত্রের বাতাসার গুঁড়ো পড়ত যদি সব থালায় !
চাটতে চাটতেই দিন কাটত, দেখত না কেউ জোচ্চুরি
গঙ্গা গোবর দোষ নাশিনী ! ছিঃ নয়, বাহাদুরি !  


সোনারপুর
৯/১২/২০১৮