অকথা কুকথার বাধা পেরিয়ে মন আজ অনেক দূরে
যেখানে পৌঁছায় না শব্দের অন্ধকার, অলঙ্কার, অহংকার
নির্লিপ্ত উদাসী হাওয়ায় ভাসতে ভাসতে মন এখন নির্বিকার
বাইরের কাঠিন্য দেখে বোঝা যায় না ভিতরের শার্শি গুলো ছত্রাকার
ছড়িয়ে আছে জীবন জুড়ে এক পৃথিবী নষ্ট আশা, মাটিতে ইমারতে
যেখানে আর জন্মাবে না কোন ভালোবাসার লতা, ফুটবে না ফুল  
আর একটা সকাল আসবে না নরম রোদ্দুরের হাসিতে স্বপ্নের রঙে
বাঁচার জন্য শ্বাস নেওয়া, নাকি শ্বাস আছে বলেই বাঁচা, ঠিক না ভুল।  


নিরক্ষর মানুষের কাছে যেমন বর্ণমালা মূল্যহীন, আদরে অনাদরে
কৃষকের কাছে যেমন নষ্ট ফসলের ক্ষেত, শুধু কষ্টরা ঝরে পড়ে
কোন এক ফাগুনে গান গেয়েছিল যে প্রেম সময়ের অভিঘাতে অচেনা
মরা নদীর কুলে আর হাসে না চাঁদ, বসন্তের বাতাস বয় না সুরে  
অকথা কুকথার বাধা পেরিয়ে মন, আজ নভনীলে অনেক দূরে।


সোনারপুর
৬/০৯/২০২১