খাচ্ছে করে বরাত জোরে, নইলে ঢেঁকিতেই যেত জান
মুরগীর বাচ্ছা উড়লেও কী, পায় পাখির মত মান
কাদের টাকা দিচ্ছে কাকে, কেন শিলার উপর নাম
গোলমেলে সব ব্যাপার গুলো, বুঝতে গেলেই যায় প্রাণ।


পাঁজির সাথে তাল মিলিয়ে বাঁশের জন্ম যদি হত
অসুর গুলো কর্মফলে যদি দশটা করে হাত পেত
দশ হাতেতে সামলে সব দেশটাকে এরা বাঁচিয়ে দিত  
নিদেন পক্ষে সুর-বাবুদের ভাঁওতা বাজী বন্ধ হত।


জনগণের নাম নেই কোথাও সবেতেই ঐ সুর-বাবুদের নাম
কাট-মানি না পেলে আটকে থাকে শৌচালয় থেকে শ্মাশান ধাম
দেঁতো হাসির রঙের ঠেলায় জীবন এখন শাঁকের করাত
অনুদানের সিংহ ভাগ চিল শকুনের পেটে, সবই নাকি বরাত !    


সোনারপুর
১২/১২/২০২০