আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার নিরিখে বাবার জন্য একটা দিন
ভারতীয় ব্যবস্থায় বাবাকে স্মরণ বা শ্রদ্ধা জ্ঞাপন প্রতিদিন  
যে ব্যবস্থায় সন্তানের পরিচয়, অমুকের ছেলে বা মেয়ে হিসাবে
এখন পাশ্চাত্যের পথ অনুসরণ করে বেশ আহ্লাদিত হই,
হয়ত মননে আন্তর্জাতিক হয়ে উঠতে পারছি ভেবে।  
পাশ্চা্ত্যে বয়স্ক বাবা মা দের জন্য অনেক সুবিধার ব্যবস্থা আছে,
ভারতীয় সমাজ ব্যবস্থায় কিছুই প্রায় নেই, অসময়ে অন্যের অনুকম্পা
অথবা নিজ গৃহ হতে বিতাড়িত হয়ে, বৃদ্ধাবাসে চির অন্তরিন।


হয়ত উপলব্ধির অনেক ঘাটতি,  অথবা চাপের কাছে নতি –
ভুলে গেছি বাবা যে ঠিক কি ---  ভারতীয় মননে


বাবা মানে -- স্রষ্টার চিরপ্রিয় মহীরুহের বীজের উত্তরাধিকার    
ভালোবাসা ও স্নেহের মোড়কে এক পুরুষকার  
অসীম দায়িত্ব ও ত্যাগের সীমাহীন অঙ্গীকার  
আদর্শ ও সততার মিশেলে মহান কর্মভার
হিমালয় সম প্রাচীর উত্তরপুরুষের; পথের কর্নধার  
বাবা - এক মৃত্যুহীন উপস্থিতি; সর্ব যজ্ঞের অজ্ঞেয় রুপকার।  


সোনারপুর
০৭/০৭/২০১৯