বারে বারে ফিরালে মোরে; প্রেম দিলে না
বিরহ সাগর পারে একলা বাজাই বাঁশী
ভুলি কেমনে ; চুরি গেছে চাঁদনি নিশি
বেদনার শতদলে দিবস হাসে; অলি এল না।


ফাগুন হাওয়ায় ঝরে আগুন; পলাশ শিমুল বনে
মনের পাপিয়া কাঁদে গোপনে; রহি রহি
বেদনার কুঁড়িতে ফোটেনা ফুল; কারে কহি
মানেনা মানা দখিন হাওয়া, ঢেউ তোলে মনে।  


কলিজা জ্বলে উল্কা জ্বালায়; আসমানে মেঘের ফনা
লুকাতে চাই যত;  তত হয় জানাজানি
ঘুম আসে না চোখে; শুনি মঞ্জীর ধ্বনি  
নেমেছে আঁধার মনে; তোমাকে চেয়ে ওগো নিলাঞ্জনা।      


সোনারপুর
০৩.০৬.২০১৯