কবিতা দেখেছে অনেক রক্ত, এই মাটির পরে
সবুজ পৃথিবী ও নিশ্চুপ,  ছন্দ কেটেছে অন্তরে  
তবুও সে আসে, সাদা পালকে লালচে ছোপে
বৈষম্যের আবছা আলোয়, প্রাণহীন পুতুলের ডাকে।


অস্থির মন, খোঁজে শব্দের ছায়া দ্বন্দ্বের দ্বৈরথে
কালের ভরসায়, ভাঙা কলম, সাথী টুকরো কাগচে  
আবছা আঁচড়ে জাগে অজানা সংকেত, প্রতি রাতে
জানেনা কবি, যদি হারায় সকল, ভাবনার অভিঘাতে।  


সোনারপুর
২১.০৩.২০১৮
  
বিঃ দ্রঃ  ( ২১ শে মার্চ, বিশ্ব কবিতা, বন, পুতুলনাট্য, জাতি বৈষম্য ও ডাউন সিন্ড্রোম দিবস) পঞ্চ দিবস।