দাঁড়িয়ে কেন গো অন্তরালে, এসো না সামনে এসো
রেখেছি খুলে মনের জানালা, গোপনেই না হয় ভালবেসো
এসো পায়ে পায়ে সব বাধা ঠেলে মেঘের ভেলায় ভেসে
বৃষ্টি নুপুরে বিজুরির ছটায় দেখা হোক তবু অবশেষে।  


লুকোচুরি নয় পাতার আড়ালে, এসো গাই জীবনের গান
জমানো কথা গুলো সুর হতে চায়, মন করে আনচান
হাতে হাত রেখে চলো যাই ভেসে প্রেম হোক স্বপ্নময়  
সব ব্যবধান সরিয়ে দূরে, দেখি সকালের প্রথম সূর্যোদয়।  


ছোট্ট জীবনে যদি দেখা মেলে রামধনু রঙ তাজা
খেলাঘর ভরে রাখি সে রঙে,  পেলেও কঠিন সাজা
ভাঙলে ভাঙুক আগলানো কুল তবুও প্লাবন হয়েই এসো
বানভাসি হতে নেই ভয়, যদি হৃদয়ে জড়িয়ে ভালোবাসো।  


সোনারপুর
১৪/১০/২০২১