পঞ্চভূতের খেলাঘরে রঙ্গে রসে মন
অন্ধকারে হাতড়ে বেড়ায়  কে কার আপন জন
ছয়  শওুর যুক্তি করে ছড়ায় কাঁটা পথে পথে
সুখ অসুখের পালা শেষে,  চলে আত্মারামের রথে।।


বেদ বেদান্ত, জেন্দাবেস্তা, কোরান পুরাণ বাইবেল
শেষ রাস্তায় সবই সমান , হয় না ভানুমতির খেল
এক মোহনায় দাঁড়িয়ে থেকে, দেখছ সাগর ভিন্ন
মিলনের একই বাঁশি, একটাই সুর, নয়রে সে অন্য।।


মনের মাঝে জমাট বাঁধা, আছে যত বোকা কথা
জ্ঞানের চুলার নম্র আঁচে, সেঁকে নাও যথা তথা
বন্ধ  ঘরের অন্ধকারে, পড়েনি যেথায় আলো কভু
সেই ঘরেতে কেমন করে, আসবে বল তোমার প্রভু,


খিল খুলে দাও দরাজ হাতে, চাইলে পেতে দিশা
দাঁড়িয়ে আছে সত্য সুন্দর, কাটুক  মনের  নিশা  
ফুরিয়ে যাওয়ার আগে আগে, হয়ে যাক মনের শোধন
ভালোবাসাই যাবে সাথে,  মানুষ যেন হয়  আপন।।  


সোনারপুর
৩০.০৫.২০১৭