চুড়ামণি তর্কসুন্দর-তর্কালঙ্কার থেকে হালের ক্ষমতা সুন্দর  
সুপারি শেখ থেকে পর্বত গোমস সব্বাই নিষ্ঠাবান সূত্রধর  
সবিশেষ সংজ্ঞা না থাকায় সংস্কারকের ভূমিকায় বারবার
সময়ের ব্যবধানেও দিব্যি চালায় পুরুষানুক্রমে ঠগ কারবার    
কোনটা ঠিক;  না জেনেই বাণী মহলে জনসমাগম নিত্য
বিকৃত তর্জমায় ঢাকা পড়ে যায়, যেখানে যেটুকু ছিল সত্য।


গণতন্ত্রের চার নম্বর স্তম্ভ, দিনে দিনে অক্লান্ত চাটুকার
সাজিয়ে গুছিয়ে প্রতারণা বিকিকিনি, সদাই পক্ষে ক্ষমতার
রঙ বদলিয়ে ক্ষণে ক্ষণে; ভাষণের আসরে মুখ্য ভুমিকায়
সব শেষে এক লাইনেই খালাস, আমাদের নেই দায়  
গণতন্ত্রে বিশ্বাসী আমরা যারা, ডুবে যাই পরম আত্ম সুখে
আগুনে পুড়লেও পিঠ নির্বাক নিশ্চল; দন্ত বিকশিত মুখে।


বিদ্য তকমায় হেঁটে যায় যারা পৃথিবীর নানা জনপদে
মুখিয়ে থাকে সুযোগের অপেক্ষায়, লোটে সুখ দুই হাতে
অর্থহীন প্রলাপ আর আদিখ্যেতার প্রচারে অকুতোভয়        
যখন ধুঁকছে মানুষ অন্নাভাবে, ভয়ে আর রোগ যন্ত্রনায়
দুঃখ ঘোচাতে দেখা দেয় নিখাদ বেহায়া ভাঁড়ের ভুমিকায়  
আহা, যেন সব ভুলে  দেখবে মানুষ  আশার সূর্যদোয়।  

সোনারপুর
০৫.০৫.২০২০