ঘাস ফড়িঙের বোধের কাছে নতি স্বীকার লজ্জার নয়
আপন মনে ঘাসের জঙ্গলে ঊড়ে বেড়ায়; লাফিয়ে চলে
সবুজ কচি ঘাসেই নজর বেশী; কচি পাতাও মুখে তোলে
দল বাঁধে না, ছোট পরিবার, সখা সখী থাকে দুইজনায়
ঘাসের রঙে রঙ মিলিয়ে খাদকের থেকে জান বাঁচায়
বাসার হদিশ নেই জানা, হয়ত এরা বাসা বাঁধে না
স্বাধীন থাকতে ভালোবাসে, স্বজাতিতে ঝগড়া করে না  
নানা রঙে আছে আরো, পরস্পর শত্রু ভাবে না।


সবুজ রঙে ডাগর চোখে শিং বাগিয়ে ঘোরে
ভয় পেলে সে লাফিয়ে পালায় আত্মরক্ষা করে
এর চেয়েও ছোট্ট প্রাণী দৌড়ে আঘাত হানতে আসে
তবে কী ঘাস ফড়িং ভদ্র সভ্য, মানুষ ভালোবাসে।


সোনারপুর
৩০.০৪.২০২০