জাগো জাগো; জাগো রুদ্র; হে চির বিদ্রোহী বীর
ঘুমিয়ে পড়েছ কি পিয়ে মন্থন বিষ; হে নটরাজ  
ঘুমিয়ে পড়েছ কি সন্ন্যাসী; সুর-সৈনিক যুবরাজ  
ঘুমিয়ে পড়েছ কি দাবানল দাহ; ওগো মহাপ্রলয়ের রবি    
জাগো জাগো হে চিরকিশোর, নিপীড়িতের কবি
কলম তোমার উঠুক জাগিয়া, উন্নত হোক মানবের শির।      


খুঁজিছে মানুষ তোমারে ; ওগো নৃত্য পাগল ছন্দ
জাগো জাগো; ওগো ইন্দ্রানী-সুত মুক্ত জীবনানন্দ
জাগো কৃষ্ণ কণ্ঠ মহাকাল; বারিধির মহাকল্লোল ওঙ্কার  
জাগো জাগো ক্ষ্যাপা দুর্বাসা, চেঙ্গিস কন্ঠে দিয়ে হুঙ্কার
ভাঙ্গিতে শয়তানী তখত; নাশিতে পীড়িতের হাহাকার  
দাঁড়াও আসিয়া সম্মুখে ওগো দেবশিশু, দূরহোক সব দন্দ।


এস শিউলি ফুলের দুলিয়ে মালা; পুবের হাওয়ার সাথে
যেথা কান্তা বিরহে ক্লান্ত কপোত কাঁদে; সঘন তিমির রাতে
এস বুলবুল মোর প্রেমের কুসুম কুঞ্জে;  ভুলে অভিমান  
প্রিয়, কতকাল কাঁদিব একা একা,  বৃথা হবে সব গান।    


সোনারপুর  
২৬/০৫/২০১৯