জীব বৈচিত্রে ভরপুর এই গোলকের মাটি
জল আলো বাতাসের সুষম সঙ্গতে বেশ পরিপাটি
উদর পুরনের কৌশল থেকে উপাদান কী নেই
খাদ্য আর খাদকের উঁচু নিচু ভেদ নেই, অভ্যাস সবেতেই
অবলা বোলবলার মধ্যে বুদ্ধিটাই খানিক কম বেশী
ঠিক এখানেই যত গণ্ডগোল চলতেই থাকে দিবানিশি
খেলে কেউ ঘুমিয়ে পড়ে, কেউ প্রাণপণে শুধু জড়ো করে
বুদ্ধিমানের অধিকার কায়েমের নানা ছলে নির্বোধ শুধু মরে।


প্রকৃতিও বোধহয় এতটা সহিংস নয় যতটা বুদ্ধিমানে করে
সময়ের পাতায় ইতিহাস কথা বলে, জৈব-রাসায়নিক যা পারে
যদি ফিরে তাকাই সহস্রাব্দ আগে, দেখা যাবে মেধা তুলছে মাথা
খাদ্য বস্ত্র বাসস্থান নয়, মননে দখলদারি, মানুষ মারার কথা
গবেষণাগারে এন্থ্রাক্স; টুলারেমিয়া,ব্রুশেলা নিভৃতে করেছে হুটোপাটি
ভীষণ হিংসার অপেক্ষায়, মৃত্যুর মহোৎসবে মাতাতে ধরণীর মাটি
প্রকৃতিও মারে, সেখানে নেই কোন ভেদাভেদ তবুও নয় একসাথে
বুদ্ধিমানের করোটীতে অন্য হিসেব, হতে অধীশ্বর হিংসার পথে
একক থেকে সমষ্টি, সমষ্টি থেকে দেশ, সকলের একই ভাবনা
প্রকাশ্যে না হলেও, সব মানুষের ভালো থাকা কেউই চায়না।


গবেষণা উন্নতির ধারক সব্বাই মানি, সকল প্রাণের মঙ্গলের জন্য
পারমাণবিক থেকে জৈব রাসায়নিক অস্ত্রের লক্ষ্য নয় কী অন্য
মানুষের মঙ্গলে কোন কাজে লাগবে ভয়ঙ্কর অস্ত্রের মজুত ভান্ডার
অপ্রিয় হলেও এটাই সত্যি , মুখে হাসি মননে ছবি শুধুই হিংসার
গবেষণাগারে অবলা প্রাণীকুল কত যে দিয়েছে প্রাণ তার নেই ঠিক
এখন কী তবে মারণাস্ত্রের মূল পরীক্ষায় মানুষই হবে গিনিপিগ ?


সোনারপুর
১০/০৩/২০২০