সকাল বিকেল দুবেলাই ব্যস্ত লোকটা, বাগানের মালী
সূর্য ওঠার আগে নিয়ম করে সে ছুটেযায়, আবেগে
কথা হয় পাতাদের সাথে, কলির সাথে ওলিদের আগে    
বুঝতে পারে, গোলাপের মাঝে  যেন বিষাদের ছায়া
যত্নের ত্রুটি রাখেনি, তবুও নেই কাব্যিক হাসির মায়া
কাঁটার আঁচড় নিয়েও জিজ্ঞাস করে, ভালো আছো প্রিয় !
উত্তর আসেনা, তবুও অপেক্ষায় থাকে, আশায় আশায়
অভিমান ভেঙে হয়ত হাসবে, ভাসাবে হৃদয় ভালবাসায় ।


সময়ের শাসনে বাঁধতে পারেনা মন, খোঁজে উপায়
কোথায় খামতি ভেবে যায়, মানেনা মন, দিন চলেযায়  
নিরাশার দোলা চালে প্রতিদিনের কাজ সারে, উৎকণ্ঠায়
মাটি সার জল দেয়, ভাবে নিশ্চই হাসবে নিরাশ করবেনা
স্নিগ্ধ সকালে ছুটে যায়, নিয়ে অস্থির হৃদয়ের আকুল বাসনা
কাছে যেতেই শুনতে পেল, আমি তোমার না, তোমার না।


সোনারপুর
০৫/০৬/২০১৮