গোলমালটা বহু  কালের; সাহস করে মুখফুটে কেউ বলছে না  
হাত পা নিয়েই বাঁচার আশায়, সত্য বললে চলবে না  
এক কোষী না বহু কোষী, কে এসেছে সবার আগে
কোন ভাবনায় রেখে গেল পৃথিবীতে, মানুষ গুলো স্বর্গ থেকে ।      


নতুন গ্রহে নতুন ধারার বিবর্তনে মানুষ কতটা পাল্টে যায়
সেই গবেষণাই কি মূল রহস্য ! চেহারা চরিত্র কোন দিকে ধায়
পৃথিবী নামের গ্রহটায় যুগান্তরে বিপর্যয়ে, ছড়িয়ে গেছে মানুষ গুলো
যে যার মত নিয়েছে বুঝে;  কখন কোথায়; কিসে তাদের ভালো।  


প্রকৃতির সাথে খাপ খাইয়ে হয়েছে মানুষের শরীর মনের পরিবর্তন
তাই কি বহুকোষীর চরিত্র গুলো, বিচিত্র প্রাণী কুল আজ করছে ধারণ    
যারা রেখে গেছিল স্বর্গ থেকে, এই গ্রহের পরিবেশের গবেষণাগারে  
তারা কি লিখছে গবেষণা পত্র, মানুষ থেকেই সব হয়েছে, মতান্তরে।


যুগ পাল্টানোর সাথে সাথে, চলছে আরো বৃস্তিত অনেক গবেষণা
ইতর পরিবেশে মানব মনেও যাবে কি দেখা ইতর প্রাণীর সম্ভবনা
প্রজেক্ট শেষে কি প্রমাণ হবে ! অধঃপতনের ভাবনা নয় নিছক কল্পনা  
বিবর্তনের নিয়ম মেনে আগামীতে মানুষের গুণাবলী কি আর থাকবে না !  


সোনারপুর
২৮/০৮/২০
  


( তথ্য অনুসারে পৃথিবীতে প্রথম এককোষী প্রাণের আবির্ভাব হয়েছিল এবং সুদীর্ঘ বিবর্তনের
মধ্যে দিয়ে উন্নততর প্রাণের আবির্ভাব। কিন্তু বর্তমান অবস্থা অনুযায়ী যদি উল্ট করে ভাবা যায় তাহলে উন্নততর প্রাণের ( আকার বাদে ) অস্তিত্ব সত্যই কি থাকবে আগামীতে!!  )