দেবরত্ন তেজস্বী গন শক্তি দিয়ে গড়ে তোকে
পাঠিয়ে দিল ঠেলে-ঠুলে অসুর নিধনে মর্তলোকে !
গুণধর সব শক্তির আধার, এল না কেন এই ধরায়
জোচ্চুরি করে অমৃত খেয়ে মারছে মজা স্বর্গ সভায়
তুইও তেমন, ভুলে গেলি ! তোষামোদি নাম বন্দনায়।


তেড়েফুঁড়ে এলিই যখন, মারলি নে কেন অসুরটারে
জানিস নে তুই; রাখতে নেই রক্ত বীজের বংশধরে
নাকি, ভয় দেখিয়ে দাবিয়ে রাখিস অন্য রকম কৌশলে  
পড়লে ঠেকায় ভরসা অসুর, যাবে না কিছুই বিফলে
স্বর্গ রাজ্যের ব্যাপার স্যাপার, সব কিছুতেই গোলমেলে।


সোনারপুর
০২.০৯.২০১৯