অবাক পৃথিবী ! প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কৌশল আর ফন্দি
চৌদ্দ শত; দুই; চার হাজার বছর পেরিয়ে এসেও নেই প্রতিদ্বন্দ্বী
সময়ের সাথে বেড়েছে প্রভাব, মোছেনি এতটুকু, উজ্জ্বল হচ্ছে গণ্ডি
নতুন ভাবনা নেই প্রাণের প্রয়োজনে;  উত্তরণ নেই, অটুট সন্ধি।


বল্কল যুগ পেরিয়ে এসেছি বহুদিন, পরিবর্তন এসেছে মননে
শক্তি; গতি; বুদ্ধি প্রতিনিয়ত শাণিত হচ্ছে সুখের অন্বেষণে
মহাকাশে খোঁজ চলছে অন্য সভ্যতার ; পৃথিবীর মাটি ছেড়ে
মুঠোয় ধরেছে মানুষ নভতল; তবুও সেই গণ্ডিতেই আছি গেড়ে।  


শঠতা; হিংসা; ভেদাভেদের মান্যতা কী আছে প্রান্তিক রেখায়
প্রচারক বিলায় অপব্যখ্যা নিয়মিত সত্যই কী জনগণ হিতায়  
সময় বদলেছে সমাজ বদলেছে; মানুষ চলেছে নতুন ভাবনায়
তবুও প্রচারক দেখাবে দাপট সীমিত জ্ঞানে বিজ্ঞের দক্ষতায় !


হে মানুষ সামনে তাকাও;  চলতে হবে জীবনের প্রয়োজনে  
শতবার ভাবো সময়ের নিরিখে, ভুল করোনা গণ্ডীর কারণে
অন্যের অঙ্গ; রক্ত; লাগতেই পারে তোমার অথবা উল্টোটা
থাকবে কী এখনো বন্ধ দরজায় ! নাকি সরাবে মনের আগলটা।      


সোনারপুর
১৪.০৪.২০২০