স্রষ্টা নাকি সৃষ্টি, কে কতটা বড়
কাকে কোন আসনে বসাই, উত্তর দেবে কে
স্রষ্টাকে কে বা কারা দেখেছে, কখন কোথায়; কি ভাবে  
হয়ত বলবে বোকার মতো প্রশ্ন,  অথবা বলবে অনুভবে
যদি সৃষ্টির কথা বলি;  হয়ত একবাক্যে বলবে সবাই
এই মাটি, জল, তাপ, প্রাণ, অহরহ দেখছি; চিনি, জানিতো
তাহলে একটা সিদ্ধ্যান্তে আসা যায়, অনুভব আর বাস্তব
বেশ কঠিন হয়ে গেল, অনুভব নাকি বাস্তব কোনটা এগিয়ে
অনুভব অ-প্রাণে না প্রাণে কোথায় রয়, উত্তরটা খুব চেনা  
যেখানে প্রাণ সেখানেই অনুভবের জন্ম, বাকিটা নিশ্চিত নয়
অথচ অনুভব বাস্তবকে অস্বীকার করে, ভাবের আধারে বাঁচে
প্রাণময় মানুষ কে ভাগাভাগি করে নানা ভাবের অদ্ভুত ছাঁচে
তাপে, জলে, মাটিতে শুরু ও শেষ, তবুও নিত্য চলে টানাটানি
অ-দেখা অনুভবের প্রতি মোহময় উন্মাদনায় ভাসি বাস্তব ছেড়ে  
নাকি বুঝতে চাই না স্রষ্টা আর সৃষ্টি আসলেই আলাদা না।  


সোনারপুর
২৬/০২/২১