হাল ছাইড়ো না বন্ধু আমার, চোখ রাঙাইলে পানি
বাতাস তোমার হইব সাথী, সুজন তোমায় মানি
আসা যাওয়ার পথে পথে; মেলে ঘোলা পানির ঢল
জোয়ার ভাটার চপল ধারায় করে নিত্য নতুন ছল
তারে হালের ঘায়ে ভাগাও দূরে, হেঁচকা মোড়ায় টানি  
বন্ধুরে বাগাইয়া ধর হাল; কুলের দিশা মিলব এবার জানি।  


পারে পারে আছে সুজন, বন্ধু তোমার পথ চাইয়া
তারা ভালোবাসায় গুনছে সময়, ভেবে আপন নাইয়া
আইলে ঘূর্ণি চলার বাঁকে দিও হালে মোড়া; বদরের নাম লইয়া  
হাল ছাইড় না বন্ধুরে, শক্ত হাতে হালেরে যাও বাইয়া
এই দুনিয়ায় মানুষ জনের  কতটুকুই বা জানি
তবু চলতে চলতে মিলবে দিশা এই সত্য মানি।  


সোনারপুর
০৩/০৯/২০