দেশের কথা বাদই থাক
সংসারেতেই বেবাক বাঁক
নানা মুনির নানা মত
মন রাখাটাই দুর্গম পথ।  


একান্নবর্তী সেই কবেই গেছে
মিয়াঁ বিবি দো বাচ্ছে
আর হয়ত মা বাবা বেঁচে আছে
রান্নার মাসি, কাজের পিসি
এইটুকুতে ও ঠেলা ঠেলি গড়িমসি
ভাত হবে না রুটি হবে
কে কখন ঠিক কোনটা খাবে
বিবিজান পায়না ভেবে
বেটা বেটির ইচ্ছে বিলাস
মা বাবার দীর্ঘশ্বাস
বিবি জানের তপ্ত শ্বাস
মিয়াঁ চুপচাপ, বাসা যেন পরবাস।  


মিয়াঁর আছে অফিস বাজার নিত্য দিনের কারবার
ঝামেলার নিত্য উৎস, জীবন প্রায় জেরবার
কার কথা কাকে বলে, ঘেঁটে আছে চালে ডালে
কার সাধ্য করে নিত্য সমাধান
সকাল থেকে মধ্যরাত ভাঙা রেকর্ডের ঘ্যান ঘ্যান
মিয়াঁ ভাবে পালিয়ে যাবে, কাটেনা কাল
সংসার যেন মহাফাঁদ, কেঁদেকেটে নাজেহাল।


সোনারপুর
৪/১১/২০১৯