উদাসী সুরে কে গান গেয়ে যাও
কেন জাগে এত স্মৃতি
কেন প্রাণ ওঠে দুলে সে গান শুনে
শূন্য হয় হৃদয় বীথি।


নাম হারা কোন নদীর জলে লেখা
এক নাম খেয়ালের বসে  
উজান স্রোতে এ কুলে গিয়েছিল দেখা  
সুজানে সে গেছে ভেসে।  


আলতা রাঙা চরণ চিহ্ন চরের বুকে  
আলতো ছোঁয়ায় রেখে গেছে শেষে  
মুসাফির মন জল ছল ছল কুলে
তারে দুহাতে রেখেছে ঢাকি।  


সোনারপুর
২২/০৮/২০২০