অভাব থাকুক চলায় বলায়, যেন বসত করে না মনে  
কিছু অভাব ভীষণ ভালো, জ্ঞান পিপাসার ক্ষণে  
সুখের মর্ম বুঝতে গেলে, অভাব বন্ধুর দরকার  
সময়ে সে চিনতে শেখায়, জীবন মঞ্চের ভার।  


শূন্য থেকে শুরুর অর্থ, পথের সাথে নিবিড় যোগ
একটুও নয় ঢিলেঢালা, এড়িয়ে চলতে সব দুর্ভোগ
লক্ষ্য রেখে দূরের পানে, স্বচ্ছ ভাবনায় সুস্থ যাপন
মিটিয়ে দেবে সকল অভাব, আলোর উৎসে ভরবে জীবন।    


গরমিল নয় চাওয়া পাওয়ায়, সকলের জন্য সবকিছু নয়
হা-হুতাশের চেয়ে ভালো, জীবন হোক সুস্থ সুন্দর, আনন্দময়  
যে ভাবনায় ভাবিনা কেন, কিছুতেই নিশ্চিত নয় আগামীর ভাব
সচল পথের পথিক হতে, সামান্য হলেও অপূর্ণ থাক অভাব।  


সোনারপুর
২৬/১০/২০২১