বছর বছর আসেন পাড়ায়, দেবী আসেন ঘরে ঘরে  
তবুও বোধবুদ্ধির গেল না আকাল; সভ্য সমাজ জুড়ে  
শ্বেতপদ্মের শুভ্র ছোঁয়ায় হলনা মুক্ত জাতি; মনকন্দরে  
বসন্তপঞ্চমী হতে এলনা এতটুকু আলো, কাঁদি অন্ধকারে।    


হিংসাপাত্র উছলি বিষকর্ম ধায়; সকল বন্ধন হয় ছাড়াছাড়ি
এক জমিতেই বসবাস একই দানায় বাঁচে জীবন সুখে
তবে এমন কেন হয়গো দেবী, পাশাপাশি থাকি গোমড়ামুখে
প্রার্থনা একটা করছি দেবী, দিও সবায় সহিষ্ণুতার হাতেখড়ি।  


সোনারপুর
২৯.০১.২০২০