ভাঙা গড়ার এই জলসাঘরে সবার জন্যই নিয়ম এক  
সব আবেদন হবে খারিজ শোনালে সময় মধুর ডাক
কেউ জানে না কখন সময়, সময়ের উপর নেই হাত
জীবন খেয়ার জলসাঘরে যতই হাসুক পূর্ণিমা রাত।


ক্ষণ কালের এই জলসাঘরে যতই কুড়াও খ্যাতি
কেউ রবে না চিরকাল জাগতে লক্ষ্য হীরের রাতি
নিভলে বাতি থামবে ঘুঙুর জীবন চিহ্নে পড়বে যতি
কেবল কর্মে তোমার সৃষ্টি রবে লক্ষ্য হৃদয় মাতি ।


যতই ভাবি সময় আছে সাজাবো এঘর মনের মতন  
সব ভাবনাই হয় মাটি এলে তার সোহাগ আমন্ত্রন
পাকা কাঁচার সব রসায়ন, সময় শুধুই জানে
কেউ বোঝে না কার আদেশ সময় শুধু মানে
অজানা এই সময় রথ কটা ঘোড়ায় টানে
কোন সারথি ছোটায় তারে কোন লক্ষ্যের পানে।  


সোনারপুর
০৯/০২/২০২২