গোঁপ দেখে তপসে চিনি, চিনি হাঙর মুখো বোয়াল
ন্যাদোস চিনি ভাবগতিকে যে শুয়েই কাটায় কাল  
পানির নিচে কাদার খাঁজে বিশ্রাম নেয় শিঙি মাগুর
পড়লে অপটু হাত খায় কাঁটা, মৎস্য শিকার হয় বিধুর।    


পুঁঠি আসে ঘাটের কাছে খুঁটে খায় থালা বাসন
চ্যালা মোলা তেচোখা পানির উপর খেলে বেড়ায় সর্বক্ষণ
ঝাঁকে থাকে বাটা পার্সে তেলাপিয়া ছায়া দেখলেই ডুব
চোখ ড্যাব ড্যাব ভাঙ্গন বগা তিরের গতি চালাক তারা খুব।      


ভাসা দামের নিচে খলসে চাঁদা কড়ে চিংড়ির বাস  
গভীর জলের রুই কাতলা মৃগেল গরমে ভেসে নেয় শ্বাস    
পাঁকে থেকেই বাঁচে পাঁকাল গায়ে পাবেনা পাঁকের ছিটে  
তিনভাগ জলে আরো অনেকের বাস, নোনাই হোক বা মিঠে।      


সোনারপুর
১২/০৯/২০২২