হৃদয় পুরের কোন কুঠিরে প্রেমের আসা যাওয়া
বিরহ স্রোতে উতলা পরাণ, কোন অলখের ছায়া
বিষাদ তনুর নীরব বেদন বিজন পথে ধায়  
ক্লান্ত চরণ, শুধায় কাতরে, প্রিয়তমা তুমি কোথায়
আকুল তিমির ভরেছে আকাশ, ঝরে গেছে শেফালি  
দুহাতে ঢাকিয়া নগ্ন বেদনা, সাজায় বিদায়ের ডালি
আঁখিকোণ ভরে বিষাদ কণায়, চাহে ক্ষনিকের হাসি
বিরহ ধারায় লেখা হয়ে যায়, ভালোবাসি ভালোবাসি ।


ফেলে আসা পথের স্মরণিকায় দ্রুত ভাসে সুখরাশি
হেমন্ত গোধুলি আঁচল সরায়ে কয়েছিল, প্রিয় ভালোবাসি
চকিত শরমে লুকায়ে শেষে, বলেছিল ধর দেখি
সন্ধ্যা ধূসরে পারিনি ধরিতে সেই ভীরু পাখী ।


সোনারপুর
১২.০১.২০১৮