উর্বর ভাবনায় মিথ্যার দেওয়াল    
সত্যি কি মজবুত হয় !


প্রতিবাদের ভাষা যখন কাঁপন ধরায়
মিথ্যা সাফল্যের চুড়ায়
ফসিল হাড্ডির তাজা রক্ত চোঁয়ায়  
শব্দের পেশীরা জাগে
নির্বিরোধ মাটিও ক্রোধে ঝড় ওঠায়
অসত্য দেওয়ালের বিরুদ্ধে
প্লাবনের অস্থিরতা ধুয়ে নিয়ে যায়
প্রতিরোধের উর্বর প্রয়াস
মুখ রক্ষার নাছোড় বেচাল কৌশল  
কি টিকে থাকে !


আমরা যারা প্রয়াসের সুখের শরিক
বুঝতে পারি কি
ঝড়ের অভিমুখ, করেছি কি জরিপ
হানবে আঘাত কোথায়
নাকি পলির বুকে নাম খোদাই
লুকানো অভ্যাসে অছিলায়।


সোনারপুর
২৭/১২/২০২০