ঠিক কতটা কষ্ট পেলে তুমি জাগবে, কৈফিয়ত চাইবে লাঞ্ছনার
বন্য বরাহ যদি উদ্যত হয় তাকেও ক্ষমা ! করিবেনা সংহার !!


তুমিতো নও দুর্বল, ওগো অমৃত ধারিণী কেন চুপ, প্রতি পলে
যুগ যুগান্ত ধরি বহিবে কি নীল কলঙ্ক বুকে ! জাগিবেনা সঙ্কট কালে
নির্যাতনের যে অস্ত্রে সমাজ তোমারে হেনেছে আঘাত, দিবস ও রাতি  
দিবেনা ফিরায়ে সুদেমুলে, নির্ভুল লক্ষ্যে, কেড়ে ছলনার বাতি !!


জাগো জাগো, ওগো জননী, জায়া, কন্যা, বহুরূপে যোগমায়া
দুর্গা হয়ে এস ঘরে ঘরে, অসাম্যের বোঝা করিতে মুক্ত, দানিতে ছায়া।  


সোনারপুর
০৮.০৩.২০১৮