চার দেওয়ালে বন্দি জীবন, বন্ধ হয়েছে দৃষ্টি  
মনের আকাশ মেঘে ঢাকা, চাতক আশে সৃষ্টি
ভাবনার রঙ রাঙেনা এখন মনের আকাশ জুড়ে
পুরনো স্মৃতি শুধুই সাথী, জাগে হৃদয় ফুঁড়ে।    


জানালার গ্রিলে ঘাড় বেঁকিয়ে চিলতে আকাশ দেখা
খোলা মাঠে দাঁড়িয়ে হয়নি কতদিন রোদ্দুর মাখা
ভুল হয়ে যায় কোনটা পুব, কোনটা দখিন
দেওয়াল ছাপানো গাড়ির হুটারে কুরে খায় প্রতিদিন।  


চার দেওয়ালে বন্দি  জীবন, শর্করা বাড়ছে দিন দিন  
ঘরের শাসনে সখের খাবার বন্ধ হচ্ছে প্রতিদিন  
ইট কাঠ পাথরে কাটছে সময় সবুজ বিহীন
পাতার গন্ধ ফুলের হাসি পাখিদের দেখিনি কতদিন।    


ব্যস্ত সবাই টিভিতে সংসারে, সঙ্গী আমার অবসর
পায়রার খোপে স্থবির সময়, কমেছে ভাবনার পরিসর
এপাশ ওপাশ ঘুমেদের ডাকি, সাড়া নেই নিরুত্তর  
ছোট পরিবার সুখের যাপন অর্থহীন, ভাবনা ভয়ঙ্কর।    
    
কথা হয় বটে মুঠোফোনে,  সময়ের বাঁধা ছকে
ভালো মন্দে হাসি ঠাট্টায় আড্ডা জমেনা রকে    
ভোরের কাগজে বইয়ের পাতায় শুধুই চেয়ে থাকা
মনেহয় চেঁচিয়ে বলি,  ভালোথাকা কি যায় একা ??  


সোনারপুর
২১/০৯/২০২১