যাত্রাপালায় কান্নার অভিনয় দেখতে দেখতে
কখন যে কান্নার সাথে সখ্যতা হয়েছে বুঝতে পারিনি
যাত্রা শেষ, রাত পেরিয়ে স্নিগ্ধ সকাল তবুও কান্না লুকাতে পারিনি
সময় প্রায় শেষ, মোটা দাগ গুলো মাপতে মাপতে।


আলো নেই, তবুও ছায়াকে দেখেছি দীর্ঘ সময়
ছায়ার উৎস খুঁজতে খুঁজতে হারিয়ে গিয়েছি বার বার
সামনে পেছনে কেউকে দেখিনি, উপস্থিত রহস্যময় আবেগি শিষ্টাচার  
হিসাব হীন স্পর্ধায় এগিয়ে এসেছে পাতায় পাতায়।


অধরা অভিমান গুলো রাত জাগে প্রতিদিন
অভিনয়ের আঙিনা ছাড়িয়ে মিশে গিয়েছে জীবনের ঘাত অভিঘাতে
তবুও সন্ধি হয়নি, অঙ্ক মেলেনি, সময় গিয়েছে কান্নার খেসারতে
সকাল থেকে রাত, আবছায়া আকাশ সীমাহীন।  


২০.০১.২০১৮
সোনারপুর