আমরা মানুষ, শ্রেষ্ঠ প্রাণ জননী মোদের ক্ষিতি
জয়ের লক্ষ্যে প্রতি প্রাণে জাগে অভ্রভেদী বল
দুর্যোগে মানুষ ভাঙেনি কখনো ,থেকেছে অবিচল  
আগেও এসেছে বহু দুর্যোগ, মানুষ করেছে জয়
সকল অশুভ হয়েছে নত; স্বীকার করেছে পরাজয়
এবারেও জিতবে মানুষ রুখে দিয়ে ঝড়ের গতি।  


চলার পথে থাকতেই পারে অজানা শত্রুর ভয়  
শুরু আর শেষ যাইহোক মানুষ থাকবে পৃথিবীতে
হারিয়ে যাবে না ঝড়ের মুখে এসেছে যা অতর্কিতে  
সময়ের সাথে মানিয়ে মানুষ হানবে আঘাত সবেগে
জ্ঞানের পিপাসায় বিজ্ঞান বন্ধু, সংযত সে আবেগে
মিথ্যা হবে না জ্ঞানের সাধনা, মানুষ করবেই জয়।  


সোনারপুর
০২.০৪.২০২০