রুম ঝুম রুম ঝুম, ঝুমুর ঝুমুর সবুজ ধানের ক্ষেতে
ভর দুপুরে উড়িয়ে আঁচল কোন রূপসী মাতে
ধানের ফুলে বাজে নুপুর তার চলার তালে তালে
দখনে হাওয়া সঙ্গী করে ঢেউ তুলে সে চলে।।


মেঘলা দুপুর টাপুর টুপুর ছন্দে সবুজ হাসে
পাতায় পাতায় খুশির জোয়ার আশ্বিনে সে আসে
নিঝুম দুপুর, বাজায় নুপুর, তার অঙ্গে রুপের বান
সবুজ ক্ষেতে আশার ছোঁয়া বাঁচবে সকল প্রাণ।।    


ঐ সবুজ বরণ মাঠের শেষে গাঁয়ে গাঁয়ে মাদল বাজে  
শ্যামলা মেয়ের মুখে হাসি রঙিন শাড়ির সাজে
কাঁচের চুড়ি রঙিন ফিতেয়,  তার সকল দুঃখ ফিকে
ডাগর চোখে মনসা কাজল, রূপসী সে কাঁচ পোকার টিপে ।।  


১২.০১.২০১৭
সোনারপুর