বিস্মৃতির সাগর তীরে শিশির বিন্দু সম
তুমি কি রেখেছে মনে, দেখ কি স্বপন মম
সীমারেখা মুছে যাওয়া বিপুল জলধি রেখায়
অপার রহস্যে ঘেরা চিত্তে হবে কি নব পরিচয়
নিত্য নিদ্রাহীন তরঙ্গ মাঝে ভাসে কত স্মৃতি
ভুলে সুখ শয্যায় প্রেম, তাই নিয়েই থাকি নিতি
জীবনের সব শূণ্য, গুনে গুনে একত্র করে রাখি
নিভৃত নিলয় সুখে শোক ভুলি, শুধু বেঁচে থাকি
দুচোখে সুনীল আকাশ, অন্তরে বিপুল বিশ্বভূমি
জীবনের যত ক্লান্তি কাটুক সরস দিগন্ত চুমি।



সোনারপুর
৮/১১/২০১৭