যখন থাকবে না তোর কোন স্মৃতি;  কারো মাঝে
অদুরে; ধুলোয় মিশে দেখবি কি তুই সকাল সাঁঝে
জীবনের হাটে হাটে বেচাকেনা, ছিল কত চেনা জানা
সাঙ্গ হলে হাটের সময়, সেই হাটুরে কেউ চেনে না।


ভাটা নদীর কাদা জলে, আটকে গেলে জীবন তরী
টেনে টেনে মরবি শেষে, পারে যাবার গুনের দড়ি  
সব সঞ্চয় কেড়ে নেবে, পথে চোর ডাকাতের ছড়াছড়ি
ওরে ভালোবাসার দাম পাবিনে, কেউ দেবে না কানাকড়ি ।  


মন চিনিস কি তুই জীবন মাঝির ঘর, যার নেইরে আপন পর  
আগল খুলে মুক্ত মনে; সব ভার দিয়ে তাকে, সাজা আপন ঘর
চুরি ডাকাতি মুক্ত সেথায়; নেইরে তালা ঘরে; সবাই হাসে একই নামে
হারা জেতার নেই যুদ্ধ; সদাই শান্তি মুক্ত বাতাস; জীবন মাঝির ধামে।


সোনারপুর
১৭.০৭.২০১৯