যদি আকাশটা আগে থেকে জানত
অসময়ে জলভরা মেঘগুলো তার মুখ ঢাকবে
জোনাকিরা তাই দেখে দল বেঁধে হাসবে
গোধূলি নামার আগে পাখিরা দলে দলে ফিরবে
ঘুমিয়ে আছে যে সন্ধ্যাতারা; বল কে তাকে ডাকবে
সহজ এই কথাগুলো যদি বাতাসটা বুঝত।


বেনামি কথারা নয় পালকের মত হালকা
প্রলাপ হলেও ভাঙে মন; হটাত উঠলে ঝড় দমকা  
ছেঁড়া পালে ভেসে যায় ঠিকানা হারিয়ে
ফেরে না সে কোনদিন নদী যদি বলে নাও মানিয়ে।


ভাঙা কুলে স্বপ্নেরা হাসে কি আগের মত
ধুয়ে যাওয়া মাটিরা জামাট বেঁধে ঢাকে কি ক্ষত
সময়ের বাঁকে বাঁকে শূন্যতা খেলা করে অবিরত  
মিথ্যার ভার বেশী আগে যদি সত্যরা জানত।        


সোনারপুর
২২/১০/২০২০