রঙ্গ দেখে স্বপ্ন ভঙ্গ ধ্যানে বসেছে মন
ষাঁড়ের দুধে পাপের নাশ বলছে সাধু জন
হরিতকীতে সারে নাকি বিছানায় হিসুর রোগ
জপের মালা ভাঁওতার ডালা সাধারণের বাড়ে দুর্ভোগ
আট-চালাতে ব্যায় ধার্য হাজার কোটি, আরো আছে পরে  
লাভ ক্ষতির হিসেব পাক্কা, দিন গুনছে সব মহাচোরে  
মরে প্রজা নিজের পাপে গলা না মেলালে সুরে
গণতন্ত্রের পঞ্জিকাতে লেখা আছে, বলছে নানা গনৎকারে।  


ভাবের নৌকা বাতাসে ছোটে প্রজার পকেট কেটে
তেলের দরে তেলির হাসি,  ভাঁড়ার ভরে লুটে
আসছে আইন, বেচা কেনায় হারাবে চাষি অধিকার
গণতন্ত্রের পাকশালে নেতা কর্পোরেট যুগল বন্দী একাকার  
চাষির ঘামের মূল্য কোথায়?  বেচতে হবে পানির দরে
স্বচ্ছ ভাবনার খুড়োর কলে সিঁদুরে মেঘ চাষার ঘরে।  


সোনারপুর
১৩/১২/২০২০