মেরুদণ্ড বেঁকে গেছে; যেদিন থেকে মন করেছে সন্ধি      
খেতাবে পুরস্কারে শিরোমণি সব, নিভৃতে আঁটেন ফন্দি
দেখে শুনে নিরাপত্তা; বলেন দু-চার কথা, মন রাখা  
ধরি মাছ না ছুঁই পানি, নিজের ব্যবস্থা করে পাকা।


সব সত্য গোল্লায় যাক, ফলকে ব্যানারে থাক নাম
বৎসরান্তে সম্মান; খুব কম নয়, বেশ মোটাসোটা খাম
যাইহোক; হাতের লক্ষ্মী দূরে ঠেলে, হবেনা কোন লাভ  
আজকে যাদের ভীষণ ঝগড়া, কাল হয়ে যাবে ভাব।


এটুকু কারো অজানা নয় ;  খামের সবটাই করের টাকা  
বদল মননে; চেতনায়; সমাজে, কেবল কলম কাঁদছে একা    
গণতন্ত্রের অর্থ ক্রমশই হচ্ছে বদল; চাই শুধু ক্ষমতা, ক্ষমতা  
ভাঙা ঘর হয়নি সারানো; পেটে নেই ভাত, কাঁদছে দেবতা।  


সময়ের ফাঁসে; স্বচ্ছ ভাবনারা বহুকাল বন্দী, সয়ে অসহ্য যন্ত্রনা  
কেউ জালে না মুক্তির আলো; অন্ধকার থাক, চিরকালের মন্ত্রণা
কেউ বোলবে না কোনটা ঠিক; ঝোপ জঙ্গলে শিশিরের ছন্দ গুনছে  
ইতিহাস মিথ্যা বলেনা; সত্য হারায় না, আগামীর প্রভাত সব শুনছে।


সোনারপুর
১৪.০৫.২০১৯