কাজল কালো আঁখির তীরে স্বপ্নে ভেজা ছায়া খুঁজি  
উদাস মনের গোপন সুরে প্রেম যে বাজায় বাঁশি।    


জোছনার যোগসাজসে সাগর বেলায় স্বপ্ন দেখি
এ মনের ইজেল জুড়ে তাকিয়ে কাজলা আঁখি
সাতরঙা সব ইচ্ছে গুলো ছুটে চলে সকল ভুলি    
বাঁধ ভাঙা প্রেম আছড়ে পড়ে ফুটলে চম্পা কলি।


কে তুমি অনামিকা
ছায়া রং ছড়িয়ে দিয়ে সরে গেলে
এই মন খুঁজে বেড়ায় প্রজাপতি পাখনা মেলে
বকুলের মৌ পিয়ে সে ঘুমাবে এলে নিশি
উদাস মনের গোপন সুরে প্রেম যে বাজায় বাঁশি।



সোনারপুর
২৮/০৯/২০১৯