কান দুটো কে বন্ধ করে চোখটা খুলে রাখো
হোঁচট খাবার ভয় থাকেনা দেখে শুনে হাঁটো
পঞ্চ ভুতের নানা কথা কেন গায়ে মাখো  
সব কিছু নয় তোমার জন্য এটা জেনেই থাকো।  


দুষ্টু ভুতের নানা কর্ম জীবন জুড়েই চলে
শিশু যেমন মুখ লুকিয়ে থাকে মায়ের কোলে
দেহে মনে চেপে বসে, ভুতে নাড়ায় কলকাঠি
সব শিক্ষাই যায় বিফলে হলেও জীবন পরিপাটি।


সব কাল যায় একে একে; যায়না ভুতের দশা
মুখে বলি আল্লা হরি, মনে নানান নেশা  
আগুন যদি জ্বালতে পারো, নেশা হবে শেষ
ফিরে যাবার রাস্তা পাবে, আর হবে না ক্লেশ।


পঞ্চ ভুতের নানা খেলায় কেন সাথে থাকো  
আপন তোমার ছিল না কিছুই, এটা মনে রেখো।  


সোনারপুর
১৯.০৯.২০১৯