সকল নিয়ে মুক্ত কর, মুক্ত কর প্রভু
সকল দেওয়াই ছিল তোমার, মোর ছিলনা কভু
তোমার সৃষ্ট কায়ার মাঝে, তুমিই হলে প্রাণ  
যতন করে রাখছ সদাই, সকল তোমার দান।  


অনুভবের চাদর গায়ে, সদাই আড়াল রাখো
মন্দ ভালোর ভাবনা রুপেই জীবন জুড়ে থাকো
জিতছ তুমি, হারছ তুমি, খেলছ খেলা মায়ায়
আসছ তুমি, যাচ্ছ তুমি, কায়া থেকে কায়ায়।


কায়ার মাঝেই ছায়া তোমার, নয় গো ছোট বড়
রূপ অরুপের খেলাঘরে মায়ার বাঁধন গড়
কান্না হাসির স্রোতের মাঝে সদাই তোমায় দেখি
আলো বাতাস ফলে ফুলে দাও যে সদাই উঁকি।


নামে রূপে হও বিভাজন, নিজেই কর স্তুতি
হাজার রঙের ঝর্না ধারায় নিজেই গাহ গীতি
কিসের ত্বরে এমন বিলাস, কোন ভাবনায় প্রভু
রহস্য তার কোন নিখিলে, বলবে নাকি কভু ।

সোনারপুর
২৩.০৩.২০১৮