কাজলা দীঘির মাঝে, প্রেমের পদ্ম খুঁজে
একলা ভাসাই ডিঙা, তুমি কি তা বোঝনা
নিঝুম আষাঢ়  রাতে, ঘুম নেই আঁখি পাতে
থৈ থৈ প্রেম ভাবে, এ হৃদয় ভাসে স্রোতে
ওগো প্রেম, কাছে এসে দুহাতে তারে ধরনা
একলা ভাসাই ডিঙা,  তুমি কি তা বোঝনা।


পথহারা পাখি গুলো, বহুদূরে নীড় খুঁজে ফেরে
ঝিমানো রাতের বুকে, ভেজা চাঁদ জাগে অনুরাগে  
প্রহর কেটে যায় আলোছায়া অনুভবে, স্বপ্নরা সরে গেলনা
জীবনের ভালোলাগা তীরে, প্রেমের তরী কুল পেলনা।


সোনারপুর
২৭/০৬/২০১৮