কেরামতির নানা খেলায় ঝাড়ের বাঁশ হচ্ছে ফাঁকা
বেসামাল মর্তধাম, খুঁজে হয়রান শিকড় বাকড় বাবা, কাকা
জন্ম মৃত্যুর মাদুলি তাবিচ ছিল কী কোথাও মাঠে ঘাটে
মোড়লের মতেই চলত সমাজ দিন চলত খেটেখুটে।


বর্ণপরিচয় ছিল না ঘরে, জুটত ভাতের উপর শাক
দুশ্চিন্তায় কাটত সময় ডাকলে ঘরের চালে কাক
ওঝা ফকিরের ঝাড় ফুঁকেতেই ভরসা ছিল জন মনে
তিনক্রোশ দূরের ইস্কুল হাসপাতালে পা পড়ত গুনে গুনে।


সত্যি কথা বোলছে না কেউ, কোন ব্যারামের কী দাওয়াই  
হাজার কথার পাকে পড়ে বেমক্কা জল গিলছে গোঁসাই  
কবর খুঁড়ে কয়লা ঘেঁটে খোঁজ চলছে ধড় মাথার
চিত্রগুপ্তের জিম্মাতেও আছে কী হদিশ সেই খাতার।  


ব্রহ্মা বিষ্ণু নাড়ছে কাঠি  পাহারাদার দিচ্ছে  হাঁক
কেরামতিতে ঝরছে ঘাম, নতুন রাস্তা নিচ্ছে বাঁক    
কোন বাঁশটা কোথায় যাবে, কোনটা গেছে শেষ যাত্রায়    
কে কাকে বোলবে আহা,  হিল্লে হবে কার কোথায় ?  



সোনারপুর
২৪/১২/২০১৯