মুখের কথা বুকেই কেন বাজে
বলে সবাই কথার কথা, মরি তবু লাজে
দোষ ঢাকতে কত কথাই বলে জনে জনে
কথার পিঠে শুনে কথা খুঁজি কথার মানে।


কথায় কথায় দিন কেটেছে কেউ তা শোনেনি
বোল্লে হয়ত দোষের হবে, কেউ কথা রাখেনি
সাক্ষীরা সব বোবাই ছিল নেয়নি কথার দায়
সত্য গুলো একই আছে সময় বদলে যায়।


উপর ওলা নিচের ওলা এক সুতোতেই গাঁথা
যেখান দিয়েই কাট তারে বুকেই লাগবে ব্যথা
তবু কথার খোঁজে তার বুকেতেই ঠেকাই মাথা
দুঃখ না হয় বেশিই হবে, যদি রাখ কথা।


সোনারপুর
২১.১২.২০১৭