জীবন নামের খাসের জমি, এ জমি নয় বন্ধ্যা ভূমি
কর্ম নামের বীজ ছড়ালে ফলবে ফসল অনেক দামি
আগাছা সব উপড়ে ফেলে, সেচ দিয়ে যা মন মালী
সময় হলেই দেখতে পাবি, থাকবেনা তোর ভাঁড়ার  খালি।    


যতদিন আছে সময়, ফসল ওঠা যত্ন করে  
ভালোবেসে রাখলে তারে, পাবি সুফল জনম ভরে  
জন্মান্তর যদি হয়রে সত্যি, ফেরত পাবি নিশ্চিত করে
আসা যাওয়া সব এখানেই, কেউ যাবেনা গ্রহান্তরে।


ধানিঘাস আর ধানের চারা, হলেও দেখতে একই রকম  
সময় তারে আলাদা করে, মহাকালের এটাই নিয়ম  
একই মাটি আলো জলে, বাহার আনে কর্ম বীজে
যে মাটিতে বিষকাঁটা হয়, যত্নে ভরে সরসিজে।        


সোনারপুর
০৪.০২.২০১৯