ক্ষ্যাপা মন ভাব্বি কখন আছিস কোথায় বসে
বাবলা গাছে কলসি বেঁধে আছিস রসের আশে
তোর হাঁসা কাঁদা কেউ বোঝে না; শূন্য ত্রিভুবন
কর্মশালায় হলে ছুটি ভেসে যাবি স্রোতের মতন
সুখের আশায় মরলি ছুটে ; সুখ হারিয়ে মনে
নকল বরন বাসরঘরে করলি যাপন কল্প কুঞ্জবনে  
কেউ কি ভাবল আপন রাখল ধরে ভালোবেসে
অন্ধ মোহে কাল কাটিয়ে কি পেলি সবশেষে ।


জীবনে তোর দুটো ঋতু;  আসা যাওয়ায় বাঁধা
থাকতে সময় বুঝিস ক্ষ্যাপা বাকী সবই ধাঁধা  
কেউ নেবেনা কোন দায় সবই কথার কথা  
অন্ধকারে কেউ দেবে না আলো পাবি শুধু ব্যথা
মিলিয়ে নে তোর হিসেব খাতা যোগ বিয়োগে কষে
পাবিনে সময়  পেয়াদা এলে থাকিস যতই বসে।


সোনারপুর
১৮/০৯/২০