রক্তপাত নেই, নেই হিংসার তান্ডব, আছে ভয়ঙ্কর বাস্তব
হাসপাতালের বিছানায় মৃত দেহ, সরানোর লোক নেই
পাশের বিছানায় অন্য আক্রান্ত দেখছে জীবনের অভিশাপ
চিকিৎসক, নার্স, অন্যান্য সেবা কর্মী কারো নেই ছাড়    
নতুন শত্রুর কাছে ক্ষমতা; বৈভব; দাম্ভিকতা; নিমেষে শেষ
যে শিশুটা আলো দেখবে আজ অথবা কাল, বুঝবে কী
তাকে কোলে নেবার কেউ নেই; সেও একা অসহায়
অসুস্থ মা কতটুকুই বা পারবে, এ কীসের সংকেত !


মেপেজুকে সামাজিক দূরত্ব রেখে সব্বাই বিচ্ছিন্ন দ্বীপে
আত্মীয়তা, উদারতা উধাও, সংকীর্ণতার ছাপ ক্রমশ স্পষ্ট
সমস্ত ভজনালয়; প্রসাদ পাবার লাইন; রকের আড্ডা
ঈদে, বিজয়ায় সামাজিক মিলনে গভীর ফাটল
দীর্ঘ সময়ের প্রথা; প্রায় ধুয়ে মুছে সাফ আজকে
নাকি চলতেই থাকবে ? নিশ্চিত নয় কেউ
ভেঙে যাবে সব বন্ধন, চোখে সন্দেহ, মনে অবিশ্বাস
অনু-জীবীর পরাক্রান্ত তান্ডবে বিশ্ব ব্যাপী নাভিশ্বাস।


যে মানুষটার না খাটলে জোটেনা দুমুঠো ভাত
সঞ্চয় হীন; কর্মহীন দিনে ভুখা লড়াইয়ে বাঁচবে সে !
সাহায্যের সীমার পরে কী হতে পারে; ভাবনায় আসে কী
হাতিয়ার ছাড়া অসম যুদ্ধে, জয় কী আসবে অক্লেশে !
পৃথিবী কী ফিরবে পুরনো ছন্দে নাকি আরো দূরে যাবে
মৃত্যু মিছিলে মূল্য চুকিয়ে নতুন সভ্যতার সুচনা খেসারতে হবে !  


সোনারপুর
১৭.০৪.২০২০