জল ভরা দু-চোখে
অভিমানে কি কথা বলে গেলে
দেখি না আগের মত খিলখিলিয়ে
হাসো না গোলাপ ছুঁয়ে দিলে
প্রিয়তমা ... কথা বল
থেকো না অভিমানে চুপ করে।  


ভেবেছি তোমায় চির পূর্ণিমা রাত
কখনো ভাবিনি মিটিবে না সাধ
যখনি চেয়েছি এসে ধরা দিয়েছ
দুঃখ গুলো সরিয়ে দিয়ে
কথায় সুরে এ হৃদয় ভরেছ  
আজি এ স্মরণের মধু দিবসে
কেন হৃদয়ে নামে আঁধার রাত।


মনের বাগিচায় রেখেছি গোলাপ সাজিয়ে
বাজে না মন বীনা তোমার নূপুর বিনা
কলম আঁকে না ছবি সময় বয়ে যায় নীরবে।


সোনারপুর
২১/০৩/২০২৩  


আজ ২১শে মার্চ, বিশ্ব কবিতা দিবস। সেই উপলক্ষ্যে
প্রিয়তমা কবিতা কে লিখলাম কয়েক লাইন তার অভিমান ভাঙাতে।