ছোট্টবেলায় খেলার সময় পড়ে গিয়ে; শুরু হলেই কান্না    
বড়রা কেউ দৌড়ে এসে হাত বুলিয়ে বলত আহা; ও কিচ্ছুনা    
নানা কথায় ভুলে যেত ছোট্ট সোনামণি; পানিমুছেই ফিরত খেলায়  হেসে  
এখনও নাকি তেমনি হয়, আলাদা কেবল বয়সটা, সবই ভালোবেসে !  
ঘর পুড়ল; রক্ত ঝরল; লাশ রইল পড়ে, হুঙ্কার হাহাকারে বাতাস ভারি, কান্না
কর্তব্যপরায়ণ মানুষ গুলো নির্বিকার; আশ্বাসের অমোঘ বাণী, ও সব কিচ্ছুনা !


সোনারপুর        
১২.০৫.২০১৯