এক মুঠো রজনীগন্ধাই চেয়েছিলাম তোমার কাছে
তবুও বার বার দিতে চাইলে নানা রঙ, অনেক অজুহাতে।।


বললে, বিপর্যয় নেমে আসবে, রঙ না থাকলে কি চলে !
রঙ দিয়েই যায় চেনা, ভুলে যা সব বাজে কথা, চরিত্র, চেতনা
নিজের ভালো পাগলেও বোঝে, তুই যে কেন আজো বুঝলিনা
সাজিয়ে নে নিজেকে, রঙে রসে বিত্তে বৈভবে, জন্ম কি খেলনা
আরো নানা কথার ভূষনে সাজালে, শাসনে, বিদ্রুপে, নিত্য ছলে
বোঝালে,  চেতনা অনিত্য, এ সংসার মাঝে, সুধী জনে বলে
যদি বাঁচতেই হয়, চোখ বুজে থাক, রঙে রসে বাঁচ সুকৌশলে।।


সাজা দিলে, অপবাদে জড়ালে,  শুধু সাদা চাওয়ার অপরাধে
সব সয়ে, আজো তব দুয়ারে দাঁড়ায়ে, রঙ হীন আশিসের আশে।।


সোনারপুর
১৫.০৯.২০১৭