চেতনার ফল বড়ই কষা, গরীব গুর্বোই খায়
হাড় কাঠেতে দিয়ে মাথা, পাঁঠা ভাবে নিজ দায়
যাজক আঁটেন ফন্দি ফিকির
মূল্য বোধের তুলে জিগির
মাছের মায়ের পুত্র শোকে, করছে সমাজ হায় হায়।।


ভাবের ঘরে ঘুণ ধরেছে,  খুঁজছি ওষূধ  জগত জুড়ে
বিশ্বাসের  কেন নাভিশ্বাস, যুক্তি খুঁজি নসিব খুঁড়ে
চির বসন্ত ভাগাড় জুড়ে , চিরকালই চলছে লুট
খালিপেটে ধর্ম থাকে ?  মনমাঝি তাই দিচ্ছে ছুট
কোন সমাজের কে আবাসিক, দেখতে হবে পাতাল ফুঁড়ে !!        
  


সোনারপুর
১০.০৬.২০১৭